• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

শ্রীপুরে পৃথক অগ্নিকাণ্ডে ১২ বসতঘর পুড়ে ছাই,১ কোটি টাকার ক্ষতি

  • ''
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০২৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে পৃথক অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর ও গৃহপালিত গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার দিবাগত রাতে উপজেলার মাওনা উত্তর পাড়া এলাকায় ও কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১কোটি টাকার ক্ষ‌য়ক্ষ‌তি হ‌য়ে‌ছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।জানা গেছে,সোমবার দিবাগত রাত ২টার দিকে মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামে ফজলুল হকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

প্রায় পৌনে ১ঘন্টার চেষ্টায় রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে সেমি পাকা ৯টি ঘর,ঘরের ভিতরে থাকা নগর টাকা, ঘরে থাকা খাট, টেলিভিশন ফ্রিজসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। এতে আনুমানিক ৯০ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে। অপরদিকে সোমবার রাত ১০টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট সোনাব গ্রামের কৃষক মোস্তাফার বাড়িতে আগুনের সূত্রপাত হয়।এতে আসবাবপত্রসহ কৃষকের তিনটি ঘর পুড়ে গেছে। এ সময় আগুনে পুড়ে মারা গেছে বাড়ির পাশে গোয়ালঘরে থাকা গরু, ছাগল ও হাঁসমুরগি। কৃষক মোস্তফা কামাল বলেন, ‘সন্ধ্যায় গরু-ছাগল ও হাঁসমুরগি গোয়ালঘরে রেখে বাড়ির পাশে দোকানে চলে যাই।

এ সময় পাশের ঘরে আমার স্ত্রী ঘুমাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখেন ঘরে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন এসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভান। ততক্ষণে আমার তিনটি গরু, তিনটি ছাগল ও হাঁসমুরগি পুড়ে মারা যায়। আসবাবপত্রসহ আমার বাড়ির তিনটি কক্ষ পুড়ে গেছে। ঘরে কীভাবে আগুন লাগল বলতে পারছি না।মোস্তফা কামাল আরও বলেন, সম্প্রতি গরু চুরি বেড়ে গেছে। যে কারণে গোয়ালঘর তালাবদ্ধ করে দোকানে গিয়েছিলেন। প্রতিবেশী আক্তার হোসেন বলেন, কৃষক মোস্তফা কামাল খুবই কষ্ট করে সংসার চালান। গবাদিপশু হাঁসমুরগি পালন করেন নিয়মিত। অন্যের জমি থেকে পশুখাদ্য সংগ্রহ করেন সারা দিন। তাঁর স্বপ্ন নিমেষেই পুড়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলেও আগুন নেভানো সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই সব পুড়ে যায়। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে দুই কৃষকের প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন, ‘বিষয়টি জেনেছি। সরেজমিন পরিদর্শনে যাব। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads